স্কুল বাড়ি আছে, আছে ছাত্রছাত্রী। কিন্তু নেই শিক্ষক, সবং এর মানিকড়া জুনিয়র হাইস্কুল চলছে এক জন শিক্ষকের উপর ভর করেই। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ জন। স্কুলটি সরকারি, তবুও নেই নজর। একজন শিক্ষক থাকায় দিনে দিনে কমছে শিক্ষার্থীর সংখ্যা। সবং ব্লকের মানিকড়া জুনিয়র হাইস্কুল ২০১০ সাল থেকে চলছে। আগে ঠিকঠাক চললেও বর্তমানে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। যত দিন যাচ্ছে তত কমছে শিক্ষার্থী। গত প্রায় ৮ মাসে সাড়া পাওয়া যায়নি কোন প্রশাসনিক আধিকারিকের। বাধ্য হয়েই অভিভাবকেরা চাঁদা তুলে একজন শিক্ষক রেখেছেন।