Anuttama Banerjee

বিবাহবিচ্ছেদের পর কি সত্যিই ব্যক্তিজীবনে বদল আসে? আলোচনায় মনোবিদ, সঙ্গে দেবলীনা-পিয়া

‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’ অনুষ্ঠানের ‘বদলে গেছি’ পর্বে মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত ও মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৯:৪৯
Share:
Advertisement

জীবনে অনেক সময় এমন ঘটনার সম্মুখীন হতে হয়, যার ফলে বদলে যায় গোটা জীবন। বাবা-মায়ের মৃত্যু থেকে বিবাহবিচ্ছেদ, বিয়ে থেকে প্রথম সন্তানের জন্ম— ছোট ছোট ঘটনাগুলি আমূল পাল্টে দেয় জীবনকে। কিছু বদল জীবনে সুখকর অনুভূতি দেয়, কিছু বদল আবার নিয়ে আসে হতাশা এবং যন্ত্রণা। পরিস্থির চাপে মানুষটাই যায় বদলে। এ সব নিয়েই সোমবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘কী করে বলব? সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এই সপ্তাহের বিষয় ছিল ‘বদলে গেছি!’ পুরনো বছর কাটিয়ে সদ্য আমরা পা রেখেছি নতুন বছরে। নতুন বছর কী বদল আনল আমাদের জীবনে? সত্যিই কি আমরা বদলাই যখন জীবন বদলায়? তবে এ পর্বে মনোবিদ একা নন, তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত ও মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী। নতুন বছরের বদলের গল্প নিয়ে আড্ডায় বসলেন তিনজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement