প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: ঋতুরাজ
আইএএস হওয়ার আগে এসবিআইতে কর্মজীবন শুরু করেছিলেরাজ্যপাল সিভি আনন্দ বোস। নেতাজির জন্মদিনে সেই ব্যাঙ্কে গিয়েই স্মৃতিমেদুর হয়ে পড়লেন রাজ্যপাল। সত্তরের দশকে অনিচ্ছাকৃত ভাবে কলকাতায় মিছিলে হাঁটার অভিজ্ঞতার সঙ্গে তাঁর পছন্দের রসগোল্লা খাওয়ার গল্প ভাগ করে নেন উত্তরসূরিদের সঙ্গে। কীভাবে কিছু না জেনেই মিছিলে যোগ দিয়ে ফেলেছিলেন, স্লোগান দিয়েছিলেন, এমনকী ভয়ে ভয়ে প্রায় এক কিলোমিটার হেঁটেও ফেলেছিলেন সে গল্পও শোনান তিনি। বাংলা ভাষা শিখতে তিনি আগ্রহী একথাও জানান। এসবিআই কীভাবে সাধারণ মানুষকে সাহায্য করতে পারে সে নিয়েও পরামর্শ দেন।