বাবা দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধান বিচারপতি। মা-র আগ্রহ শাস্ত্রীয় সঙ্গীতে। ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় প্রথমে অঙ্ক ও অর্থনীতিতে স্নাতক হলেও বরাবরই উৎসাহী ছিলেন আইন ও বিচারব্যবস্থা নিয়ে। আইনজীবি হিসাবে কর্মজীবন শুরু, তার পর হাই কোর্টের বিচারক ও প্রধান বিচারপতি। ছয় বছরেরও বেশি সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব সামলে অবশেষে প্রধান বিচারপতির পদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে শপথবাক্য পাঠ করে দেশের নতুন প্রধান বিচারপতির বক্তব্য, ‘‘আমার কাজ কথা বলবে।’’