বড় দিনে জমজমাট পাহাড়। সেজে উঠেছে চৌরাস্তা থেকে ম্যাল। একদিকে স্বচ্ছ নীল আকাশ, অন্যদিকে উৎসবের মেজাজে গোটা পাহাড় ৷ পর্যটন ব্যাবসায়ীদের দাবি দার্জিলিঙের প্রায় সব হোটেলই একশো শতাংশ ভর্তি। দার্জিলিঙের প্রতি বরাবরের টান পর্যটকদের। এবারের বড়দিনে গোটা দার্জিলিং পর্যটকে ঠাসা। অন্যান্য বারের তুলনায় এ বছর রেকর্ড ভিড় দার্জিলিঙে। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে গত দুদিনে। মরসুমের প্রথম তুষারপাত হয়েছে সিকিমে। বড়দিনের উৎসবের মাঝেই ‘গুন্দ্রি বাজার’কে পুনরায় পর্যটক থেকে সাধারন মানুষের কাছে তুলে ধরছেন দার্জিলিংয়ের ছোট ব্যবসায়ীরা। ‘গুন্দ্রি বাজার’পাহাড়বাসীর কাছে শুধুমাত্র বাজার নয় ,আবেগও।