Asaram Bapu

আর এক শিষ্যাকে ধর্ষণের দায়ে আসারামের আবার যাবজ্জীবনের সাজা ঘোষণা

জোধপুর কারাগারে বন্দী আসারাম বাপুকে ফের ধর্ষণ ও শ্লীলতাহানির অপরাধে দোষী সাব্যস্ত করল গান্ধীনগরের দায়রা আদালত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:২৫
Share:
Advertisement

ধর্ষণ ও শ্লীলতাহানির অপরাধে গান্ধীনগর আদালতে দ্বিতীয়বার দোষী সাব্যস্ত হলেন আসারাম বাপু। তাঁর একাধিক শিষ্যার অভিযোগের ভিত্তিতে আদালত এই রায় দেয়। ৮১ বছরের আসারাম এখন জোধপুর জেলে। সেখান থেকে ভিডিয়ো কলের মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছেন তিনি। মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন আসারামের স্ত্রী। তিনি অসুস্থ হয়ে সুরতের হাসপাতালে ভর্তি। তাই দায়রা আদালতে উপস্থিত হতে পারেননি। আসারামের মেয়েও সময়মতো পৌঁছতে পারেননি আদালতে। ফলে সাজা ঘোষণার জন্য মঙ্গলবার কিছু ক্ষণ অপেক্ষা করতে হয় বিচারককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement