‘ছুঁনেসে এডস নেহি হোতা, ছুঁনেসে তো সিরফ পেয়ার ফেহেলতা হে’, এডসের সচেতনতার জন্য শাবানা আজ়মির এই বিজ্ঞাপনের কথা হয়তো অনেকেরই মনে আছে। এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের যেন আমরা অচ্ছুত না মনে করি, তার জন্যই ছিল সেই বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি মনে রাখলেও বিজ্ঞাপনের কথাগুলো কি আমরা আদৌ মনে রেখেছি? আজও কি সেই বৈষম্য দূর করা সম্ভব হয়েছে? যাঁদের এডস আছে, তাঁদের কি সমাজ আজও ভাল চোখে দেখে? এই সব প্রশ্নের জবাব নিয়েই আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউবে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এ পর্বের বিষয় ছিল ‘এইচআইভি পজিটিভ’।