গ্রামের আসল নাম লবনধারা। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এই প্রত্যন্ত গ্রামই এখন লোকমুখে খ্যাত ‘আলপনা গ্রাম’ নামে। পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এই গ্রামে।গ্রামের মেয়েদের মধ্যে একটা সৌন্দর্যের চেতনা রয়ে গেছে। আদিবাসীদের মধ্যে রয়ে গেছে ঘর গেরস্থালি সাজিয়ে তোলার একটা পরম্পরা। সেইসব সঙ্গে নিয়ে লবনধারা হয়ে উঠছে আকর্ষণের নয়া কেন্দ্রবিন্দু । গোটা গ্রামের মাটির দেওয়াল জুড়ে আঁকা ছবি। দেখলে মনে হয় এ যেন রঙ তুলিতে আঁকা গ্রাম। আর সেই ‘ ছবির গ্রাম’ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।