‘লাস্ট স্টোরিজ় ২’ কি প্রথমটার মতো জমল? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন
প্রতিবেদন- পৃথা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ২০:১৭
Share:
Advertisement
২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ়’। ভালমন্দ যেমনই হোক, সাড়া ফেলে দিয়েছিল এই অ্যান্থোলজি ছবি। পাঁচ বছর পর তাঁর দ্বিতীয় ভাগ কি ততটা ছাপ ফেলতে পারবে দর্শকের মনে?