বুধবার রাত সাড়ে ১২টা, আরজি করের দিকে তখন এগোচ্ছে মেয়েদের রাতদখলের কর্মসূচির মিছিল। ঠিক সেই সময়েই অভিযোগ ওঠে, একদল ব্যক্তি আরজি করের জরুরি বিভাগের বাইরে তাণ্ডব চালাচ্ছে। তাদের কয়েক জনের হাতে রড এবং লাঠি ছিল বলে অভিযোগ। জরুরি বিভাগের বাইরের কোলাপসিবল গেট ভেঙে উপড়ে ফেলা হয়। ভিতরে ঢুকে সব কিছু তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে। জরুরি বিভাগের সব কিছুই লন্ডভন্ড করে দেওয়া হয়। এর পরেই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ। তারা এসে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়। হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকাছাড়া করে পুলিশ।