রুশ সেনা ইউক্রেন আক্রমণ করবে বলেই মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার গোয়েন্দাসংস্থার রিপোর্ট বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনে হামলা চালাবে রাশিয়ার সেনা। এরই মধ্যে ইউক্রেনের পূর্বপ্রান্তের শহর ডোনেটস্কে একটি অসামরিক কনভয়ের উপর হামলা চালিয়েছে রুশ-পন্থী বিদ্রোহীরা। রাশিয়ার মদতেই এই হানাদারি বলে দাবি আমেরিকা-সহ পশ্চিমী সংবাদমাধ্যমগুলির। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবর্তী ওই এলাকা থেকে অসামরিক নাগরিকদের সরাতে গিয়ে আক্রান্ত হয় কনভয়। এই সব রিপোর্টের উপর ভিত্তি করেই বাইডেন মনে করছেন যে কোনও সময় হামলা চালাতে পারে রাশিয়া।
বৃহস্পতিবার প্রকাশিত একটি উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানো দূরের কথা, এখনও ক্রমাগত বাহিনী মোতায়েন করে যাচ্ছে মস্কো।
এই আবহে ইউক্রেন লাগোয়া এলাকায় আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ‘তৎপরতা’ শুরু হয়েছে। শুক্রবার রাতে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইউক্রেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইঘুর সঙ্গে কথা বলেছেন।