Manoj Tiwary Retirement News

আর খেলবেন না! আবেগঘন পোস্টে ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি

১৯ বছরের কেরিয়ারের ইতি, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।

আনন্দবাজার অনলাইন
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ১৯:১৩
Share:
Advertisement

৩৭ বছরের জীবনে ১৯ বছর ক্রিকেটের সঙ্গে সংসার। ২০০৪ সালে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে আন্তর্জাতিক দলের হয়ে খেলেছেন মোট ১৫টি ম্যাচ। এর মধ্যে রয়েছে ৩টি টি-টোয়েন্টি এবং ১২টি একদিনের ম্যাচ। সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে সংগ্রহ ৪০২ রান। চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রয়েছে একটি শতরানও। গত মরশুমের রঞ্জিতে তাঁর নেতৃত্বেই ফাইনাল খেলেছে বাংলা। সেই মনোজ তিওয়ারিই হঠাৎ ঘোষণা করলেন, তিনি আর পেশাদার ক্রিকেট খেলবেন না। সমাজমাধ্যমে আবেগঘন পোস্টে প্রায় দুই দশকের ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি টানলেন মনোজ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন সতীর্থ, সিনিয়র এবং কোচদের। বিশেষভাবে উল্লেখ করলেন স্ত্রী সুস্মিতার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement