এআইএফএফ সভাপতি এর আগেও ভোটে দাঁড়িয়েছিলেন। ’১৫-য় বিজেপিতে যোগ দেওয়ার পর ২০১৯-এ প্রথম ভোটের ময়দানে। সে বার কৃষ্ণনগর লোকসভা আসনে তৃণমূলের মহুয়া মৈত্রের কাছে ৬৩ হাজারেরও বেশি ভোটে হেরে গিয়েছিলেন। ফের ’২১-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং তৃণমূলের তিন বারের বিধায়ক সাধন পান্ডের কাছে হার। এ বারে সেই সাধন পান্ডেরই স্ত্রীয়ের মুখোমুখি তিনি, মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। ১০ জুলাই ভোট। প্রাক্তন গোলরক্ষক কি পারবেন পদ্মের গোল খাওয়া আটকাতে? আনন্দবাজার অনলাইনে কল্যাণ চৌবের ঘর ও বাহিরের গল্প।