উত্তর বঙ্গোপসাগরে ‘রেমাল’ তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল। সেই সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১১০-১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বওয়ার আশঙ্কা রয়েছে।