তাঁর কলম কাউকে ডরায় না। বরং সরব হয় বার বার। কখনও নাটকের মঞ্চে, কখনও বা বুদ্ধিজীবীদের মিছিলে— তিনিই প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি, চন্দন সেন। বাক্স্বাধীনতা হারানোয় বিশ্বাসী নন তিনি, বরং স্পষ্টবাদী, ক্ষুরধার তাঁর প্রতিবাদ, শৈল্পিক চিন্তাধারা, মনন এবং জীবনদর্শন। মারণরোগ ক্যানসারের সঙ্গে তুমুল লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। আনন্দবাজার অনলাইন পৌঁছল তাঁর ড্রইংরুমে।