‘বিয়ের পর অনেকেই বলেছিলেন, ও তো সৎ মা, ও কী বুঝবে?’ অকপট কনীনিকা
“রামায়ণে কৈকেয়ীকে নেগেটিভ দেখানো হয়েছে, সে মা-ও তো গর্ভজাত সন্তানের জন্য ভাল চেয়েছিল,” বলছেন কনীনিকা।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ১৯:২২
Share:
Advertisement
বিয়ের সময় তাঁকে সবাই বারণ করেছিলেন। একমাত্র তাঁর মা পাশে ছিলেন। “আমি কিয়া আর দ্রোণের মধ্যে কোনও পার্থক্য করিনি। দু’জনের প্রিয় পদ রান্না করি,” আনন্দবাজার অনলাইনের কাছে মন খুললেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।