ছোটপর্দা থেকে পথ চলা শুরু। বড়পর্দায় শাকিব খানের ‘প্রিয়তমা’ হয়ে জনপ্রিয় এই নায়িকা। ‘রিমলি’, ‘পিলু’-র মত ধারাবাহিকেও তাঁর দেখা মিলেছে। ‘খাদান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। তিনি ইধিকা পাল। দুই দেশের দুই তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা থেকে নিজের পরিবার, বাংলাদেশের পরিস্থিতি সব কিছু নিয়ে আড্ডা জমালেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।