Didir Doot

বিধিকে ‘বুড়ো আঙুল’ পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে কর্মসূচি পালনের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার গড়দেওয়ানি গ্রামে মাইক বাজিয়ে পালিত হল কর্মসূচি। এমন অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ২০:৩৫
Share:
Advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার গড়দেওয়ানি গ্রামে মাইক বাজিয়ে পালিত হল দলীয় কর্মসূচি। এমন অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা। ওই কর্মসূচিতে বিগত দিনে এলাকায় কী কী কাজ হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন তৃণমূল নেতারা। ভবিষ্যতে কী কী উন্নয়নমূলক প্রকল্প হবে তার পরিকল্পনাও তুলে ধরা হয়। এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূল নেতারা জানিয়েছেন, অনেক আগে থেকেই স্থির করা হয়েছিল ওই কর্মসূচি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement