Madan Mitra Exclusive Interview
‘এখন স্লিপিং পিল দিলেও ঘুম আসে না’, নির্বাচনের সময়ে কেন হতাশ একদা রবিনহুড মদন মিত্র?
ভোট বঙ্গে দেখা যাচ্ছে না কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। সেটাই কি কারণ আত্মগোপনের? নাকি রয়েছে দলের অবহেলা? খোঁজ নিতে মদন মিত্রের কাছে পৌঁছল আনন্দবাজার অনলাইন।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১৮:৩৬
এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের নিত্যসঙ্গী ছিলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূলের বিধায়ক তিনি। এতদিন নির্বাচনী প্রচারের ময়দানে লড়াকু মেজাজে দেখা যেত মদন মিত্রকে। এ বার ময়দানে নেই একদা রবিনহুড ‘মদনদা’। বেশ কিছুদিন ধরেই অসুস্থ। কেমন আছেন তিনি? তাঁর খবর কি রাখে দল? খোঁজ নিতে মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে ঢুঁ মারল আনন্দবাজার অনলাইন।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)