প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
দিন পেরিয়ে রাত, রাত গড়িয়ে ভোর— গত এক বছরে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়িতে এ ভাবেই ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি-সিবিআই। সম্প্রতি রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ দুর্নীতিতে দেড় বছরেরও বেশি সময় জেল হেফাজতে দিন কাটাচ্ছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিক বিধায়কও গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। যদিও শাসকদলের দাবি, ‘এজেন্সি’ ব্যবহার করে তৃণমূলকে আটকানোর এই চক্রান্ত বিজেপির। ২০২৪ লোকসভা নির্বাচনে মানুষের ভোটে এর প্রভাব পড়বে না। তবে বিজেপির দাবি, 'দুর্নীতিগ্রস্ত' তৃণমূলে আর ভরসা করবেন না সাধারণ মানুষ। বামেরা বলছেন ‘সেটিং তত্ত্ব’। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে চর্চায় এখন এ রাজ্যের দুর্নীতির তালিকা।