Corruption charge

লোকসভার আগেই নেতা-মন্ত্রী হেফাজতে, দুর্নীতির অভিযোগে ‘জর্জরিত’ তৃণমূল দুষছে বিজেপিকেই

কয়লা,গরু পাচার থেকে নিয়োগ প্রক্রিয়া,রেশন বণ্টন, একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে ইডি-সিবিআই হানা।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৩:০০
Share:
Advertisement

দিন পেরিয়ে রাত, রাত গড়িয়ে ভোর— গত এক বছরে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়িতে এ ভাবেই ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি-সিবিআই। সম্প্রতি রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ দুর্নীতিতে দেড় বছরেরও বেশি সময় জেল হেফাজতে দিন কাটাচ্ছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিক বিধায়কও গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। যদিও শাসকদলের দাবি, ‘এজেন্সি’ ব্যবহার করে তৃণমূলকে আটকানোর এই চক্রান্ত বিজেপির। ২০২৪ লোকসভা নির্বাচনে মানুষের ভোটে এর প্রভাব পড়বে না। তবে বিজেপির দাবি, 'দুর্নীতিগ্রস্ত' তৃণমূলে আর ভরসা করবেন না সাধারণ মানুষ। বামেরা বলছেন ‘সেটিং তত্ত্ব’। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে চর্চায় এখন এ রাজ্যের দুর্নীতির তালিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement