মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিলীপ ঘোষ কে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করতে হবে। রাজ্যপালের সঙ্গে দেখা করে এমনটাই দাবি জানাল তৃণমূল।Text: বৃহস্পতিবার দুপুরে রাজভবন এসেছিল তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় এক ঘন্টার বেশি সময় বৈঠক হয় তাঁদের। বৈঠক শেষে রাজভবনের বাইরে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, "বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেছেন তা নিয়ে আমরা রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলাম। তিনি এ রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই তাঁর কাছে আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন জানিয়েছি।"