প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা তিনদিনের অবস্থান বিক্ষোভে বসেছিলেন। বিকাশ ভবনের ঢিল ছোঁড়া দূরত্বে করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে চলে ধর্না। চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬-র গেজ়েট অনুযায়ী ইন্টারভিউয়ের পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দাবিতেই ৭২ ঘণ্টা ধরে তাঁদের অবস্থান চলে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এ দিন বিধাননগর কমিশনারেটের পুলিশ দুপুর দেড়টায় অবস্থান তুলে দেয়। চাকরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভ শেষে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, তাতে কর্ণপাত করেনি পুলিশ।