প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: অসীম
ছাত্রমৃত্যুর ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেলেও এখনও খবরের শিরোনামে যাদবপুর। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকারের নামে বেনামী হুমকি চিঠি আসে। ওই চিঠিতে লেখা হয়েছে, সৌরভ চৌধুরীর কিছু হলে দেখে নেওয়া হবে। ওই চিঠি পেয়ে তিনি ভয় পেয়ে গিয়েছেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার। স্নেহমঞ্জু বসু জানান, চিঠির বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে যাদবপুর থানায়। বিষয়টি বিচারাধীন। বিশ্ববিদ্যালয়ের অপর একটি সূত্রে খবর পাওয়া যায় এই ঘটনার কারণে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ইস্তফা দিয়েছেন। যদিও আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ইস্তফার কথা অস্বীকার করেন। এ বিষয়ে উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, ইস্তফা গ্রহণ করার কোনও প্রশ্নই নেই।