ধর্মীয় বিদ্বেষ, সাম্প্রদায়িক হানাহানি, ঘৃণাভাষণ। আজকের ভারত। এ গল্প সাত দশক আগেকার। ১৯৫৪ সালে পাশ হয় বিশেষ বিবাহ আইন। যে আইন দুই সম্প্রদায়ের দুই মানুষকে ধর্মান্তরিত না হয়েও সংসার বাঁধার রাস্তা দেখায়। অমলেন্দু আর নাসিমা ঘর বাঁধেন ওই আইনেই। জীবন অবশ্য খুব সহজ হয়নি। তবে আপসও করেননি। প্রেমদিবসে এক ঐতিহাসিক লড়াইয়ের গল্প।