ভোজপুরি গান, সংস্কৃতি থেকে হোলি উদ্যাপন। মরিশাসে বিহারি যোগ বেশ স্পষ্ট। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে কী ভাবে ভোজপুরি এল? মরিশাস কী ভাবে ‘মিনি ভারত’ হয়ে উঠল? বেশ কিছু দিন ধরেই মরিশাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মুক্তহস্তে অনুদান দিচ্ছে ভারত। মোদীর মরিশাসে নজর কি শুধু সেই জন্য? না কি বিশেষ কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে?