প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
নিম্নচাপ সরে যেতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে চলেছে গরম। যদিও শনিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। আগামী দু-তিনদিন দক্ষিণের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।