রবিবার জামাইষষ্ঠী। সেই সঙ্গে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিন সকালে কুলিক বনাঞ্চলে হাজির এক ঝাঁক মহিলা ও শিশু। পুরোহিতের মন্ত্রোচ্চারণে শাঁখ বাজিয়ে, উলুধ্বনিতে পুজো সারলেন তাঁরা। খোলা আকাশের নীচে গাছে গাছে চন্দন, সিঁদুরের টিকা দিয়ে সুতো বেঁধে গাছেদের দীর্ঘায়ু কামনা করলেন। শেষে দই, মিষ্টি, ফলাহারে সারা হল বনভোজন।
আয়োজক মহিলারা জানালেন, জামাইষষ্ঠী আসলে অরণ্যষষ্ঠী নামে পরিচিত এক বিশেষ ব্রত। এ বছর বিশ্ব পরিবেশ দিবস ও অরণ্যষষ্ঠী পড়েছে একই দিনে। আর তাই সন্তানদের মঙ্গল কামনায় এক দিকে যখন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো হচ্ছে বা জামাইদের মঙ্গল কামনায় শাশুড়িরা জামাইষষ্ঠী পালন করছেন, ঠিক তখনই বিশ্ব পরিবেশ দিবসে অরণ্যে এসে পরিবেশ, গাছপালা বাঁচানোর বার্তা দিতে অরণ্যষষ্ঠী পালন করলেন তাঁরা। শিশুদের বৃক্ষচ্ছেদনের ভয়াবহতা ও পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান তারা। অন্য দিকে, বাড়ির বাইরে গিয়ে গাছ-পুজো দেখতে পেয়ে খুশি খুদেরাও।