ব্রিটেনে চারশো পার লেবার সরকারের আমলে ঘটে গেল একটি বেনজির ঘটনা। ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্সে’ এ বার রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত এমপি নির্বাচিত হয়েছেন। তার মধ্যে সিংহভাগই প্রথম বার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে বাজিমাত করেছেন। এ বার ব্রিটেনে মোট ১০৭ জন ভারতীয় বংশোদ্ভূত ভোটে লড়াই করেছিলেন। লেবার, কনজ়ারভেটিভ, লিবারাল ডেমোক্র্যাট ও নির্দল মিলিয়ে মোট ২৮ জন এমপি এ বার জয়লাভ করেছেন। যাঁদের প্রত্যেকের সঙ্গে কোনও না কোনও ভাবে রয়েছে ভারতের যোগ। তার মধ্যে শুধুমাত্র লেবার পার্টিতে জয় পেয়েছেন ১৯ জন ভারতীয় বংশোদ্ভূত এমপি। কনজ়ারভেটিভ পার্টির হয়ে জিতেছেন ছ’জন। একজন ভারতীয় বংশোদ্ভূত জিতেছেন লিবারাল ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে। আরও দু’জন ভোটে জয়লাভ করেছেন নির্দল হিসাবে।