ব্রিটেনে আপাতত ঋষি সুনক অধ্যায় সমাপ্ত। টোরিদের কার্যত দুরমুশ করে ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ভোটের ফলের ইঙ্গিত স্পষ্ট হতেই সুনককে ধন্যবাদ এবং স্টার্মারকে অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনে পালাবদলের কী প্রভাব পড়বে ভারতের উপর? স্টার্মার জমানায় ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বাড়বে না কমবে? সবচেয়ে বড় কথা, মুক্ত বাণিজ্য-চুক্তি কি শেষ পর্যন্ত সাক্ষরিত হবে?