‘তারা মায়ের’ আবির্ভাব তিথি শনিবার। সকাল থেকেই সাজসাজ রব তারাপীঠে। প্রতি বছরের মতো এ বারও শারদ উৎসবের পরে ‘তারা মায়ের’ বিগ্রহকে গর্ভগৃহ থেকে বার করে আনা হয়। শুক্লা চতুর্দশী তিথিতে সূর্যোদয়ের পর বিগ্রহের পরিচর্যা শুরু হল শনিবার। জীবিত কুণ্ড থেকে জল এনে বিগ্রহকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়। এর পর ছোট বোন মুলুটির মৌলিক্ষার মন্দিরের অভিমুখে বসানো হয় তারাকে। শনিবার দিনভর বিরাম মঞ্চেই থাকবেন ‘মা তারা’।