'অ্যাক্টিভ তেলেগু ফিল্ম প্রডিউসার গিল্ড'-এর পক্ষ থেকে আগেই চিঠি দিয়ে জানানো হয় করোনা পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রির যে আর্থিক ক্ষতি হয়েছে তাতে অভিনেতা সহ টেকনিশিয়ানদের পারিশ্রমিক কমাতে হবে।প্রযোজকদের এই চিঠিকে যদিও গুরুত্ব দেননি ইন্ডাস্ট্রির নায়কেরা। নাম করা এক তামিল নায়ক দাবি করেছেন এক কোটি টাকা পারিশ্রমিক। অন্য দিকে এক চরিত্র অভিনেতা প্রতিদিন ৪ লক্ষ টাকা পারিশ্রমিক চাইছেন। অভিনেতাদের চাপে আপাতত বন্ধ ইন্ডাস্ট্রির কাজ। কী হবে এনটিআর, মহেশবাবু বা নাগা চৈতন্যের কোটি টাকা বাজেটের সিনেমার? তামিল ইন্ডাস্ট্রির আকাশে মেঘের ছায়া!