চলতি বিশ্বকাপে ভারতের তৃতীয় জয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর বাংলাদেশের বিরুদ্ধে কামব্যাক। অ্যাডিলেডে ৫ উইকেটে জিতল ভারত।
বুধবার টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। তাসকিনদের বিরুদ্ধে কে এল রাহুল (৫০) রানে ফিরলেও নজর কাড়তে পারেননি রোহিত (২)। অন্যদিকে ব্যাটে আবারও সফল হয়েছেন বিরাট কোহলি (৬৪) এবং সূর্য কুমার যাদব (৩০)। তাঁদের যুগলবন্দিতে বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের (৬০) চওড়া ব্যাটে শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে রেখেছিল বেঙ্গল টাইগাররা। তাল কাটে বৃষ্টি। ডাক ওয়ার্থ লুইস নিয়মে ১৬ ওভারে বাংলাদেশকে তুলতে হত ১৫০। আর এখানেই ভারতের বাজিমাত। কেএল রাহুলের থ্রো, লিটন রান আউট হয়ে ফিরতেই সব ওলটপালট। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ালেও ৫ রান আগেই থামতে হয় শাকিব আল হাসানদের।