স্মার্ট ফোনের মালিক অথচ তাতে সুইগি, জ্যোমাটোর অ্যাপ নেই, এ যুগে তা কল্পনা করাই কঠিন। অর্ডার করে রেস্তরাঁ থেকে খাবার আনিয়ে নেওয়া ইদানীং মধ্যবিত্তের সংস্কৃতিতে ঢুকে পড়েছে। কিন্তু ভরা বর্ষায় যখন বাজারের আগুন নিয়ে নাজেহাল মধ্যবিত্ত, তখন প্লাটফর্ম ফি-র নামে সুইগি, জ্যোমাটো খরচ আরও বাড়িয়ে দিল। এর ফলে অর্ডার করে খাবার আনানো হয়ে গেল আরও দামি।