প্রতিবেদন: সুদীপ্তা
ফুটপাথ জুড়ে লম্বা লাইন। কিন্তু ক্রেতাদের মুখে কোনও বিরক্তির ছাপ নেই। “এই একটাই তো দিন, লাইন দিতে আপত্তি নেই,” হাসিমুখে বলছেন এক মহিলা। পুজো প্যান্ডেলের কথা হচ্ছে না। ভাইফোঁটার দিন সকালে মিষ্টির দোকানের সামনের ছবিটা এ রকমই। এ বারে কোন মিষ্টির কাটতি বেশি? স্বাস্থ্য সচেতন বাঙালি কি ‘সুগার ফ্রি’ সন্দেশের খোঁজে? না কি এই একটা দিন নিয়ম ভেঙে নরম পাক বা জলভরা তালশাঁস? উত্তরের দোকানে দোকানে খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।