প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
বাংলা দিবস কবে? এই নিয়ে জোর বিতর্ক রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে রাষ্ট্রপতি টুইট করে বলেছেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে চিহ্নিত করেছেন। এ নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হয় ও সেই প্রস্তাব পাশও হয়। এই প্রস্তাবের প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৬০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনে যান। রাজ্যপালকে একটি স্মারকলিপি জমা দেন। শুভেন্দু অধিকারী জানান, ‘ভারতের সংবিধান-এর প্রধান রাষ্ট্রপতি টুইট করে বলেছেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস করার কথা। তাঁর কথা কী ভাবে অমান্য করতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন।’