প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুব মোর্চার ধর্নামঞ্চে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর পূর্বসূরী পার্থ চট্টোপাধ্যায়-সহ তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তাঁর দাবি, আগামী মঙ্গলবার বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হলে যাদবপুরের প্রতিবাদে সেই সভা অচল করে দেবেন বিজেপি বিধায়কেরা। এ দিন শুভেন্দুর নিশানা থেকে বাদ যায়নি বামেরাও। যাদবপুরের বামমনস্ক পড়ুয়াদের ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ বলে অভিহিত করে তাঁদের ‘ব্লিচিং পাউডার’ দিয়ে পরিষ্কার করার হুমকি দেন তিনি। শুক্রবার মৃত পড়ুয়ার বগুলার বাড়িতে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, মৃত পড়ুয়ার বাবা-মা চাইলে, ঘটনার তদন্ত কলকাতা পুলিশের বদলে অন্য কোনও সংস্থাকে দিয়ে করানোর দাবি জানাবে বিজেপি।