বিলাসবহুল জীবনযাপনের নেশা । আর সেখান থেকেই কি বিপত্তি ? ট্যাংরা কাণ্ডে পরতে পরতে রহস্য। বুধবার ভোর রাতে বাইপাসের ধারে দুর্ঘটনার কবলে পড়ে দে পরিবারের একটি গাড়ি। প্রসূন ও প্রণয় দে। সঙ্গে ছিল তাঁদের নাবালক পুত্র প্রতীপ দে। সেই সূত্রে পুলিশ জানতে পারে, ট্যাংরার বাড়িতে পড়ে রয়েছে পরিবারের বাকি তিনজনের দেহ।