প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
ঝাঁ চকচকে দুনিয়ার চাকচিক্যে মন বসেনি। তাই কর্পোরেট চাকরি ছেড়ে যোগ দেন পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপনার সময় সুশান্ত বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়তে আসেন। তাঁদের জন্য অত্যাধুনিক লাইব্রেরি তৈরি করলেন। যে লাইব্রেরি শুধু সিলেবাসের বই নয়, চাকরির প্রস্তুতি নিতেও কাজে আসবে।