ইকো পার্কের প্রাতঃভ্রমণ থেকে ৪ঠা বৈশাখের সন্ধে। বৃত্ত সম্পূর্ণ করলেন দিলীপ ঘোষ। সঙ্ঘ প্রচারক থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ। বিজেপি’র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি থেকে মেদিনীপুরের বিধায়ক। দীর্ঘ রাজনৈতিক যাত্রার মধ্যেই এক নতুন অধ্যায়ের সূচনা করলেন দিলীপ ঘোষ। বয়স একষট্টি। মনে প্রাণে তরতাজা দিলীপ এখন থেকে বিবাহিত। তাঁর বিয়ে নিয়ে কি কোনও সংঘাত ছিল দলে বা সঙ্ঘে? খোঁজ নিল আনন্দবাজার ডট কম।