সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল প্রতিবেশী বাংলাদেশ। সে দেশ থেকে বহু পড়ুয়া আসেন ভারতে পড়াশোনা করতে। তেমনই ঢাকা থেকে বিশ্বভারতীতে পড়তে এসেছেন দীপা, সঙ্গীতারা। দেশে যখন অস্থির পরিস্থিতি তখন শান্তিনিকেতনে বসে দিশাহারা অবস্থা তাঁদের। না পারছেন ফিরে যেতে, না কথা বলতে পারছেন পরিজনেদের সঙ্গে। কারণ, বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট। ফোনে যোগাযোগও আপাতত স্তব্ধ। ফলে এই অস্থির সময়ে ভরসা করতে হচ্ছে সমাজমাধ্যমের উপর। যে মাধ্যম ইদানীং ছেয়ে গিয়েছে বাংলাদেশের অস্থিরতার নানাবিধ ছবি, ভিডিয়োয়। যা দেখে আরও বিচলিত বোধ করছেন শান্তিনিকেতনে পড়তে আসা বাংলাদেশি পড়ুয়ারা।