Gymnast

বাঁকা বিমে অনুশীলন, অভাব-অনটনকে সঙ্গী করেই ব্যালেন্সিং জিমন্যাস্টিকসে সোনা!

ব্যান্ডেলের মেয়ে ঋতু দাস। বছর বাইশের এই অ্যাথেলিট জাতীয় স্তরে পদক জিতেছেন।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ব্যান্ডেল শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৬:২২
Share:
Advertisement

অভাব-অনটন নিত্য সঙ্গী। বাবা সব্জি বিক্রেতা। মা গৃহবধূ। সেই ঘরের মেয়ে ঋতু। তিনি স্বপ্ন দেখেছিলেন ‘জিমন্যাস্ট’ হবেন। আর সেই ভাবনা থেকেই বাঁশবেড়িয়ায় তরুণ সমিতিতে ভর্তি হওয়া। নেই প্রয়োজনীয় পরিকাঠামো। বাঁকা বিমেই কঠোর অনুশীলন করেন বছর বাইশের এই অ্যাথলিট। জিতেছেন জাতীয় স্তরে পদক। ইজিপ্টের কায়রো শহরে ব্যালেন্সিং জিমন্যাস্টিকসে পারফর্ম করার সুযোগও এসেছে তাঁর। আগামী মাসে কোচ মৌনা কর্মকারের সঙ্গে কায়রো যাচ্ছেন ঋতু। ঋতুর লক্ষ্য অলিম্পিক্সে পদক জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement