প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
অভাব-অনটন নিত্য সঙ্গী। বাবা সব্জি বিক্রেতা। মা গৃহবধূ। সেই ঘরের মেয়ে ঋতু। তিনি স্বপ্ন দেখেছিলেন ‘জিমন্যাস্ট’ হবেন। আর সেই ভাবনা থেকেই বাঁশবেড়িয়ায় তরুণ সমিতিতে ভর্তি হওয়া। নেই প্রয়োজনীয় পরিকাঠামো। বাঁকা বিমেই কঠোর অনুশীলন করেন বছর বাইশের এই অ্যাথলিট। জিতেছেন জাতীয় স্তরে পদক। ইজিপ্টের কায়রো শহরে ব্যালেন্সিং জিমন্যাস্টিকসে পারফর্ম করার সুযোগও এসেছে তাঁর। আগামী মাসে কোচ মৌনা কর্মকারের সঙ্গে কায়রো যাচ্ছেন ঋতু। ঋতুর লক্ষ্য অলিম্পিক্সে পদক জয়।