Hike in Onion Prices

কবে কমবে পেঁয়াজের দাম, মানিকতলা বাজার পরিদর্শনে সরকারি টাস্ক ফোর্স

শনিবার মানিকতলা বাজার পরিদর্শনে আসে কলকাতা পুরসভার টাস্ক ফোর্স। নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ কোলে।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ১২:৪৮
Share:
Advertisement

কিলো প্রতি আশি টাকা ছুঁয়েছিল পেঁয়াজের বাজারদর। স্বাভাবিক ভাবেই টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। কবে কমবে পেঁয়াজের দাম? শনিবারের বাজারের হাল কী? এ দিন মানিকতলা বাজার পরিদর্শনে আসে রাজ্য সরকারের তৈরি টাস্ক ফোর্স, নেতৃত্বে ছিলেন রবীন্দ্রনাথ কোলে। বাজার ঘুরে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের বক্তব্য, আগের থেকে নেমেছে পেঁয়াজের দাম। এ দিন মানিকতলা বাজারে কিলো প্রতি ৬০ টাকা দরে বিকোচ্ছে পেঁয়াজ। আগামী দু’-তিন দিনে দাম আরও নিয়ন্ত্রণে আসবে এমনটাই আশা করছে টাস্ক ফোর্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement