পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে। প্রথমে তাঁর ১৪ দিনের হেফাজত চান ইডির আইনজীবী। অন্য দিকে, পার্থের আইনজীবী এর বিরোধিতা করেন। তাঁদের দাবি, আদালতে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইডি।দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত পার্থকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। সোমবার ফের এই মামলা এমপি-এমএলএ কোর্টে উঠবে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী।