প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: শুভদীপ
তৈরি শোলার নীলকণ্ঠ পাখি। এসে গিয়েছেন ৪০ জন বাহক। তাঁদের কাঁধে চেপেই বাগবাজারের ঘাটের উদ্দেশে রওনা দেবেন উমা। চলছে ‘মা’য়ের পায়ে, গালে সিঁদুর ছোঁয়ানোর পালা। সনাতনী বিশ্বাস অনুযায়ী, তার পর বাগবাজার ঘাট থেকে হিমালয়ের পানে যাত্রা। চার দিনের বাপের বাড়ি ঘোরা শেষ। ‘আসছে বছর আবার হবে’, এই সংকল্প নিয়েই শোভাবাজার রাজবাড়িতে দুর্গাকে বিদায় জানাতে হাজির মানুষ।