প্রতিবেদন: প্রচেতা
পূর্ব ভারতে প্রথম কোনও বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদের জন্য স্পেস ল্যাব তৈরি করা হবে। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে তৈরি হবে এই ল্যাব। যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে। পাশাপাশি নিজস্ব ন্যানো স্যাটালাইটও তৈরি করতে পারবে তাঁরা। ইন্ডিয়ান টেকনোলজি কংগ্রেস অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বিষয়েই মৌ স্বাক্ষর করেছেন স্কুল কর্তৃপক্ষ।