Sonakshi Sinha

শরীরের মাপ বড় হলে কি স্বপ্ন বড় হতে পারে না, প্রশ্ন তুললেন সোনাক্ষী

শরীরের মাপ নয়, স্বপ্নের মাপ বড় হওয়া দরকার, বুঝিয়ে দিলেন সোনাক্ষী এবং হুমা কুরেশি।ছবির নাম ‘ডবল এক্স এল’। ছবিতে ক্রীড়া উপস্থাপক রাজশ্রী ত্রিবেদীর চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। দিল্লির পোশাক শিল্পী সায়রা খন্নার চরিত্রে রয়েছেন শত্রুঘ্ন কন্যা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৯:৪৪
Share:
Advertisement

শরীরের মাপ নয়, স্বপ্নের মাপ বড় হওয়া দরকার, বুঝিয়ে দিলেন সোনাক্ষী এবং হুমা কুরেশি।ছবির নাম ‘ডবল এক্স এল’। ছবিতে ক্রীড়া উপস্থাপক রাজশ্রী ত্রিবেদীর চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। দিল্লির পোশাক শিল্পী সায়রা খন্নার চরিত্রে রয়েছেন শত্রুঘ্ন কন্যা। ছবিতে প্রশ্ন করেছেন তিনি, “কে বা কারা ঠিক করেছিল এটাই ‘সঠিক’ মাপ? সেই মাপের শরীর না হলেই সেই মেয়ে ব্রাত্য?” ছবিতে লড়াই করতে হয়েছে এই দুই চরিত্রকে, কারণ তাঁদের শরীর নাকি স্থূল! সোনাক্ষী আরও প্রশ্ন তুলেছেন পুরুষদের উদ্দেশ্যে। তিনি বলেছেন, “অন্তর্বাসের মাপ বড় কিন্তু কোমরের মাপ ছোট! এ কেমন চাওয়া?” এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে সতরাম রামানি। ‘ডবল এক্স এল’ ছবিতে রয়েছেন সোনাক্ষীর চর্চিত প্রেমিক জাহির ইকবাল, ক্যামিও অ্যাপিয়ারেন্সে থাকছেন শিখর ধবন। ছবির ঝলকের শুরুতেই ধরা দেন ভারতীয় ক্রিকেট টিমের এই তারকা ব্যাটসম্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement