প্রতিবেদন: স্রবন্তী; চিত্রগ্রহণ: অর্চিষ্মান; সম্পাদনা: সুব্রত
সিমায় পুজোর বাজার করতে এলেন সোহিনী সরকার। কেন সিমা? ‘‘এক ছাদের তলায় সব কিছু। বিছানার চাদর থেকে গয়না, শাড়ি প্রতিটি জিনিস অনন্য।’’ সিমার নীল ডুরে শাড়িতে মানানসই গয়না আর রূপোর দুল হাতে নিয়ে সোহিনী মুর্শিদাবাদের মেয়েদের নকশি কাঁথা তুলে নিয়ে বললেন, ‘‘সিমার এই সম্ভার আসলে কোনও প্রদর্শনী নয়। এ তো গোটা ভারতবর্ষ।’’