গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদে এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের ১২০০ দিন। সময়ের সঙ্গে ফিকে হয়েছে আন্দোলন। এর আগে ১০০০তম দিনে মাথা ন্যাড়া করেছিলেন দু’জন চাকরিপ্রার্থী। ২০১৯ সালে প্রায় সাড়ে পাঁচ হাজার চাকরিপ্রার্থীকে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, আজ সেই আন্দোলনে টিকে আছেন মাত্র ৫০ জন। আন্দোলন করতে করতেই কেটে গিয়েছে আট বছর। বেড়েছে চাকরিপ্রার্থীদের বয়স। এখন আর নতুন কোনও কাজ পাওয়ার সম্ভাবনাও নেই। চরম হতাশায় আন্দোলনকারীরা।