ফের শিরোনামে সন্দেশখালি। শুক্রবার সকাল ৮টায় শুরু। দিনভর উত্তর ২৪ পরগনার এই দ্বীপে তল্লাশি অভিযান চালাল এনএসজি কম্যান্ডোরা। সিবিআইয়ের তত্ত্বাবধানে তল্লাশি চলে শাহজাহান শেখের ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে। মেলে বেশ কিছু বিদেশি এবং অত্যাধুনিক অস্ত্র। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চেয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি থেকে যে অস্ত্রশস্ত্র উদ্ধারের কথা সিবিআই জানিয়েছে, তা আদৌ ওখান থেকে পাওয়া গিয়েছে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। ভোটের ময়দানে সন্দেশখালি ইস্যুতে ফের সরগরম রাজ্য-রাজনীতি।