প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
পরনে সোনালি ঘাগরা। ঢালাও খানাপিনার আয়োজন মরাঠি রীতি মেনে। সাধন-কন্যা শ্রেয়া পাণ্ডের পুজোর গণেশমূর্তিও মুম্বইয়ের ‘লাল গণপতি’। মুম্বইয়ে থাকার সময় থেকেই গণেশ পুজো করে আসছেন শ্রেয়া। কলকাতায় ফিরেও সেই প্রথায় ছেদ পড়েনি। ১২ বছর হয়ে গেল কাঁকুরগাছির বাড়িতে এই পুজো হয়ে আসছে। বাবাও পুজো পছন্দ করতেন বলেই জানাচ্ছেন শ্রেয়া। সকাল থেকেই জমজমাট পাণ্ডে বাড়ি। হাজির চন্দ্রিমা ভট্টাচার্য-সহ তৃণমূলের আরও অনেক নেতানেত্রী।